ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত তথ্য নিম্নরুপ
ভর্তির যোগ্যতা:
১. বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
২. এস.এস.সি বা সমমান পরীক্ষা ২০১৪,২০১৫ সালের মধ্যে পাশ হতে হবে।
৩. এইচ.এস.সি বা সমমান পরীক্ষা ২০১৬,২০১৭ সালের মধ্যে পাশ হতে হবে।
৪. জিপিএ স র্ব নিম্ন : S.S.C-২.৫০, H.S.C -৩.০০ থাকতে হবে।
৫. প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
কোর্স ফি সংক্রান্ত তথ্য:
বিবরণ | ভর্তি কালিন সময়ে | ১ম বছর | ২য় বছর | ৩য় বছর | মোট |
ডেভেলপমেন্ট ফি | ৮,০০০ | ৯,০০০ | ১৭,০০০ | ১৭,০০০ | ৫১,০০০ |
ভর্তি ফি | ১৬,৫০০ | --- | --- | -- - | ১৬,৫০০ |
টিউশন ফি | ৭,৫০০ (তিন মাস) | ২২,৫০০ | ৩০,০০০ | ৩০,০০০ | ৯০,০০০ |
রেজিষ্ট্রেশন ফি | ১,০০০ | --- | --- | ---- | ১০০০ |
এফিলিয়েশন ফি | ১,০০০ | --- | --- | ---- | ১,০০০ |
অন্যান্য ফি | ৫০০ | --- | ৫০০ | ৫০০ | ১,৫০০ |
সেশন ফি | --- | ১০,০০০ | ১০,০০০ | ১০,০০০ | ৩০,০০০ |
ল্যাব ফি | --- | --- | ৫০০০ | --- | ৫,০০০ |
মিডওয়াইফারি ফি | --- | --- | --- | ৪,০০০ | ৪,০০০ |
মোট | ৩৪,৫০০ |
৪১,৫০০ |
৬২,৫০০ | ৬১,৫০০ | ২,০০,০০০/- |
বি.দ্রঃ
প্রয়োজনীয় কাগজপত্র
১. সকল মার্কসীট এবং সার্টিফিকেটের ফটোকপি,ভর্তির সময় মূল কপি জমা দিতে হবে।
২. ভোটার আইডি/ জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি।
৩. সদ্য তোলা চার কপি রঙ্গিন ছবি।
সার্বক্ষণিক যোগাযোগ- +৮৮০১৮১৭-১৪৪৬১৬ অথবা +৮৮০১৮১৯-৮১২০৬০
Our Corporate Partners