Responsive image

ইবনে সিনা ডি. ল্যাব মালিবাগ সেন্টারের সেবা কার্যক্রম শুরু

No Image Available
সম্প্রতি ইবনে সিনা ডি. ল্যাব মালিবাগ সেন্টারের সেবা কার্যক্রম শুরু হয়। সেবা কার্যক্রম শুরু উপলক্ষে ইবনে সিনা মালিবাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে ট্রাস্টের সম্মানিত সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্তমানবতার সেবাকে উদ্দেশ্য করে ইবনে সিনা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় , মালিবাগ ঢাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় অত্র অঞ্চলে ইবনে সিনার শাখা প্রতিষ্ঠিত করা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল।
অত্র এলাকায় একটি পূর্ণাঙ্গ ডায়াগনোস্টিক ও কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠিত করতে পারায় তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুরু থেকেই প্রজেক্ট ব্যাবস্থাপনার সাথে জড়িত সকল কর্মকর্তা
কর্মচারীদের ধন্যবাদ জানান । সব শেষে প্রধান অতিথি ইবনে সিনায় আগত সকল রোগীদের সার্বিক সেবা নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে ইবনে সিনা ডি. ল্যাব মালিবাগ ইউনিটের ইনচার্জ জনাব শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফয়েজ উল্লাহ , ইবনে সিনা ট্রাস্টের জি.এম ও সেক্রেটারী জনাব নূরুল করীম, জি.এম ও হেড অফ মার্কেটিং জনাব এ এন এম তাজুল ইসলাম, এজিএম ও প্রজেক্ট ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর জনাব নুরে আলম সবুজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালিবাগ বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরীফ হোসাইন।
Date of published: 2017-08-17

Our Corporate Partners© Ibn Sina Trust 2017. All right reserved.
Top